ক্রীড়া ডেস্কঃ
করোনাভাইরাসের কারণে সাধারণ সভা ও নির্বাচন পিছিয়ে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সে সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ফিফা। এ সংক্রান্ত একটি নির্দেশনা বাফুফেকে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ‘চিঠিতে ফিফা জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই যেন আমরা সাধারণ সভা ও নির্বাচন সেরে ফেলি। কারণ, নির্বাচন কবে হবে তা নির্ভর করছে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার ওপর।’
আগামী ২০ এপ্রিল হওয়ার কথা ছিল বাফুফের সাধারণ সভা ও এজিএম। নির্বাচন উপলক্ষ্যে গঠিত কমিশন সিদ্ধান্ত নিয়েছিল ৩ এপ্রিল তফসিল ঘোষণা করার; কিন্তু করোনাভাইরাসের কারণে সরকার অফিস-আদালত বন্ধ ঘোষণা করলে বাফুফে নির্বাচন স্থগিত করে দেয়।
৩০ এপ্রিল শেষ হবে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। এর আগেই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই বাফুফে নির্বাচন স্থগিত করলেও তার অনুমোদন প্রয়োজন ছিল ফিফার। ফিফা সে অনুমোদ দেয়ায় বাফুফের এখন ৩০ এপ্রিলের পর এজিএম ও নির্বাচন করার কোনো বাধা থাকলো না।
নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বাফুফের বর্তমান কার্যনিবাহী কমিটি দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছে ফিফা।
সূত্রঃ জাগোনিউজ