হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের বেলতলী গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছে। তার নাম মনোয়ারা বেগম (৪০)। শনিবার ভোর রাতে এ কাণ্ড ঘটে।
শনিবার সকাল ১০টায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন- পারিবারিক কলহের জের ধরে স্বামী শাহ আলমের সঙ্গে বাকবিতণ্ডা করে, মনোয়ারা বেগম ঘরের বারান্দার তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ছেলে মহিউদ্দিন পরে রশিটি কেটে দেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।