অনলাইন ডেস্কঃ
দলের নেতা-কর্মীসহ সব রাজনীতিকদের মুক্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ চিঠি দেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন দলের যেসব নেতা-কর্মী রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত হয়ে কারাগারে আটক রয়েছেন। তাদেরকে এই ভয়ানক করোনা ভাইরাস সংক্রমণের কারণে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সচিবালয়ে দলের মহাসচিবের স্বাক্ষরে একটি চিঠি পাঠানো হয়েছে।
তবে কীভাবে চিঠি পাঠানো হয়েছে বা দলের পক্ষ থেকে কে চিঠি নিয়ে গেছেন সে বিষয়ে জানাতে তিন অপারগতা প্রকাশ করেন।
সূত্রঃ জাগোনিউজ