নঈম আল ইস্পাহান:
পৃথিবীর সমস্ত ঘটনাদি ঘটার কোন না কোন কারণ আছে।কারণ,ব্যতিরেকে জগৎ সংসারে কিছুই সংঘটিত হয়না।ঠিক তেমনি ফেসবুকে কেন আপনার পাঠানো ফ্রেন্ড রিকুয়েস্ট এ্যাকসেপ্ট হয়না এবং কেন তার কারণ জানতে চোখ রাখুন আজকের মহামান্য প্যাঁচআলে:-
কারণ: এডাল্ট না হওয়ায়:-অনেক সিনিয়র ফেসবুক ইউজার আছেন,যারা বয়সে কম ইউজারদের রিকুয়েস্ট এ্যাকসেপ্ট করেননা।তারা ভাবেন,তাদের নিজেদের এডাল্ট পোষ্ট বাচ্ছারা কেন পড়বে?কেননা,সবাই তো আর সব পড়তে পারেনা।
অভিযোগ: এবিষয়ে মার্ক জুকারবার্কের উচিত আঠারো প্লাস সার্টিফিকেট নিয়ে ফেসবুক আইডি ইউজের পার্মিসান দেয়া।আর তা না করে এসব কি?দুদিনের বাচ্ছা ছেলেপেলে ফেসবুকে কি করে?এসময় তাদের পাঠ্যবই পড়ার।
কারণ: এ্যাবাউটের ঠিক নেই:-অনেক ফেসবুক ইউজার আছেন,যারা ফ্রেন্ড রিকুয়েস্ট এ্যাকসেপ্ট করে এ্যাবাউট পছন্দ হলে।যেসব আইডির এ্যাবাউট ঠিক নেই বা এ্যাবাউটই লিখা নেই সে আইডি থেকে আসা রিকোয়েষ্ট গুলো তারা সরাসরি ডিলেট করে ফলোয়ার বানিয়ে রাখেন।
অভিযোগ: সুন্দর করে একটা এ্যাবাউট লিখার ক্ষমতা না থাকলে কে বলে তাদের ফেসবুক ইউজ করতে?সুন্দর এ্যাবাউট মানেই নিজ বংশের পরিচয়!
কারণ: মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে:-ফেসবুকে এক ধরণের ইউজার আছেন,যারা শুধুমাত্র মিউচুয়াল ফ্রেন্ড দেখলেই রিকুয়েস্ট এ্যাকসেপ্ট করে।মিউচুয়াল না থাকলে অন্যথা রিকুয়েস্ট ঝুলিয়ে রাখে।মিউচুয়াল থাকলে মনে হয় তারা পরিচিত,তাই রিকোয়েষ্ট দিয়েছে।
অভিযোগ: চেনা নেই,জানা নেই,মিউচুয়াল একটা ফ্রেন্ড নেই।তার পরো কেন তারা রিকুয়েস্ট দেয়?বেআক্কেল নাকি?
কারণ: প্রোফাইল নেম পছন্দ না হলে:-ফেসবুকে এমন কিছু ইউজার আছেন রিকুয়েস্ট আসা আইডির প্রোফাইল নেম পছন্দ না হলে রিকোয়েষ্ট এ্যাকসেপ্ট করেনা।বর্তমানে বড় লোকের ছেলে,বাপের তৃতীয় সন্তান,জরিনার পাগলা প্রেমিক নামক আইডি থেকেও রিকোয়েষ্ট আসে।
অভিযোগ: এসব আজে বাজে নাম দিয়ে আইডি খোলার কোন মানে আছে?মা-বাবা কি নাম রাখেনি?
কারণ: প্রোফাইল পিকচার নিজের না থাকলে:-আইডিতে নিজের প্রোফাইল পিকচার না থেকে বিভিন্ন নায়ক,নায়িকার ছবি থাকলেও এক ধরণের সুশীল ফেসবুক ইউজার সেসব আইডি থেকে আসা রিকোয়েষ্ট এ্যাকসেপ্ট করেনা।
অভিযোগ: আল্লাহ সুন্দর একটা চেহারা দিছে।সেই চেহারা টা ফ্রোফাইল পিকচার না করে নায়ক,নায়িকা,বাঘ,ভাল্লুকের ছবি দেয়ার কি দরকার?