ইউনিয়ন প্রতিনিধি :
রামুর গর্জনিয়ার চিহ্নিত সন্ত্রাসী এবং র্যাব ও পুলিশের তালিকায় পলাতক মোস্ট ওয়ান্টেট শাহিনুর রহমান শাহিনের পিতা ইসলামকে (৪৮) আটক করেছে পুলিশ। ইসলাম ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মৃত মোজাহের আহমদের ছেলে। বুধবার সকালে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গর্জনিয়ার যুবলীগনেতা হত্যাকান্ড ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় পৃথকভাবে দায়ের হওয়া মামলায় ইসলাম এজাহারভুক্ত আসামি। তাঁর ছেলে পলাতক মোস্ট ওয়ান্টেট শাহিনুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র মামলাসহ ১৩টির অধিক মামলা রয়েছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইসলামকে বুধবার দুপুরে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।