মুহাম্মাদ আবু মুসা, বগুড়াঃ
করোনা ভাইরাস এর কারণে মানুষ কর্মহীন হওয়ায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে রোববার শহরের শিববাটি এলাকায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী (ত্রাণ প্যাকেট) বিতরণ করা হয়েছে।
স্থানীয় দৈনিক বগুড়া পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব আলহাজ¦ রেজাউল করিম বাদশা খাদ্য সামগ্রী (ত্রাণ প্যাকেট) বিতরণের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, কোরিয়াস্থ গেøাবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের বালাদেশ’র পরিচালক মাহবুবুর রহমান ছোটন, দিপ্ত টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার বগুড়া অফিস প্রধান এসএম আবু সাঈদ, জাতীয় পার্টি নেতা ইলিয়াছ হোসেন চঞ্চল, বিএনপি নেতা জহুরুল ইসলাম ফুয়াদ, সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সুজন নেতা ও এনজিও কর্মী ফজলুল হক বাবলু, সমাজসেবক সাব্বির হাসান বেনু, ফটো সাংবাদিক এসআই শফিক, আবু তৌহিদ হাসান প্রমূখ।
খাদ্য সামগ্রী (ত্রাণ প্যাকেট) ছিল চাল, ডাল, আলু, পেয়াঁজ, মরিচ ও সাবান। খাদ্য সামগ্রী (ত্রাণ প্যাকেট) বিতরণকালে আলহাজ¦ রেজাউল করিম বাদশা জাতীয় সাংবাদিক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ক্লান্তিলগ্নে সাংবাদিক সংস্থা মানবতা সেবায় এগিয়ে এসে অনেক মহৎ কাজ করেছে। তিনি আরো বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা মানুষের কল্যাণে ও সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে। সার্বিক ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করে থাকেন সমাজের বেবেক সাংবাদিকরাই। পরিশেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালার নিকট ক্ষমা ও প্রার্থনা করা এবং সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
০১৭১৬-৪১৬৩৭৯
১২-০৪-২০২০