অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, এ ক্ষেত্রে গোটা জাতির ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করেই এ জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে। সবার পরামর্শ ও কার্যক্ষেত্রে অংশগ্রহণ করোনা মোকাবিলার কাজকে এগিয়ে নিতে পারে।
শনিবার ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে আরও বলা হয়, বিরোধী রাজনৈতিক দলগুলোও করোনাভাইরাস মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াসের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে।
আর সর্বদলীয় বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজও পাঠিয়েছেন।
বিবৃতিতে আশা ব্যক্ত করে বলা হয়, করোনাভাইরাস গরিব-ধনী, ক্ষমতাসীন কিংবা ক্ষমতাবহির্ভূত সবাইকেই আক্রমণ করছে। সামনে দুস্টত্মর পারাবার। সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ করে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে জাতিকে রক্ষা করবেন।
সূত্রঃ সমকাল