ক্রীড়া ডেস্কঃ
বিরাট কোহলি নাকি স্টিভেন স্মিথ? মাঝেমধ্যে আবার যোগ হয় কেন উইলিয়ামস ও বাবর আজমের নাম। আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের প্রশ্নে এই ৩-৪ জনের নামই আসে ঘুরে ফিরে। নিজ নিজ দলের হয়ে তাদের অবদানটাও ঠিক অমনই।
এই সেরার প্রশ্নের যুক্তিতর্ক কখনওই শেষ হওয়ার নয়। কেননা সবারই রয়েছে নিজ নিজ পছন্দের প্রতি নানান যুক্তি। ঠিক যেমন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাসের মতে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিই বর্তমানে সবমিলিয়ে সবার সেরা ব্যাটসম্যান।
তবে এক্ষেত্রে একটা সুক্ষ্ম দাগ টেনে নিয়েছেন আব্বাস। তিন ফরম্যাট মিলিয়ে কোহলিকে সবার সেরা বললেও, শুধুমাত্র টেস্ট ক্রিকেট বিবেচনায় আনলে স্মিথকেই এগিয়ে রাখছেন তিনি। কেননা প্রায় সব সিরিজেই অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেয়ার কাজটা করেন স্মিথ। আর ফরম্যাটভেদে কোহলির পারফরম্যান্স তো সবারই জানা।
আব্বাস বলেন, ‘মানতেই হবে, টেস্ট ক্রিকেটে কোহলির চেয়ে স্মিথ বেশি ধারাবাহিক। প্রায় প্রতি সিরিজেই স্মিথ রান করছে। এমনকি ডেভিড ওয়ার্নারও দারুণ খেলছে। তবে একজন ব্যাটসম্যানকে তিন ফরম্যাটেই সমানভাবে খেলতে হবে। আর এই জিনিসটি বিবেচনায় আনলে অন্য যে কারও চেয়ে অনেক বেশি ধারাবাহিক কোহলি। বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হতে চাইলে তিন ফরম্যাটেই সমানভাবে খেলতে হবে।’
সারাবছরে ভারতের চেয়ে বেশি ব্যস্ত সূচি থাকে না কারও। বছরের প্রায় ৮ মাসই আন্তর্জাতিক ক্রিকেট থাকে তাদের। দুই মাস থাকে আইপিএল। বাকি যে দুই মাস সময়, সেটিও টানা পাওয়া যায় না কখনওই। অর্থাৎ দুই সিরিজের মাঝে ৭-৮ দিন করে বিরতিই যেন ভারতের ক্রিকেটারদের জন্য বিশ্রামের সময়।
এমন ব্যস্ত সূচির মধ্যে কোহলি নিজের পারফরম্যান্স ধরে রাখেন। যা বিশ্বের অন্য কোন ক্রিকেটার পারত না বলেই ধারণা পাকিস্তানি কিংবদন্তি জহির আব্বাসের।
তিনি বলেন, ‘ভারতীয় দল অনেক বেশি ক্রিকেট খেলে। যার সবগুলোতেই থাকেন কোহলি। এগুলোতে খেলে পারফরম করতে মোটেও ক্লান্ত হন না কোহলি। পেশাদার চরিত্রটা দারুণভাবে বজায় রাখেন। বছরের পর বছর তার অর্জনগুলো দেখুন। সে কিন্তু মেশিন নয়। মেশিনেও মাঝেমাঝে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই মুহূর্তে কোহলির সমকক্ষ হওয়ার মতো কেউ নেই।’
সূত্রঃ জাগোনিউজ