হাফিজুল ইসলাম চৌধুরী :
শহরের নতুন বাহারছড়া যুবসমাজের উদ্যোগে শিল্পকলা একাডেমি মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকালে অনুষ্ঠানিকভাবে এ টুর্ণামেন্ট শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান চেয়ারম্যান।
এসময় তিনি বলেন, সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। সুন্দর স্বাস্থ্য গঠনে নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনা সম্ভব। ক্রীড়া ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ আলাদা পরিচিতি লাভ করেছে।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ক্রীড়াক্ষেত্রের ব্যাপক অগ্রগতি হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। তিনি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি তরুণ ও যুবসমাজকে জঙ্গীবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ নেতা মাসেদুল হক রাশেদ।
টুর্ণামেন্ট উদযাপন পরিষদের সভাপতি ছৈয়দ মো: আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শফিউল্লাহ আনসারি, জসিম উদ্দিন, ফরিদুল হক, রাশেদ হোসাইন নান্নু, মিজানুর রহমান ও আয়েশা সিরাজ।
উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট উদযাপন পরিষদের রায়হান উদ্দিন, শাহেদুল ইসলাম, শাওন তাহের, কায়ছার হামিদ, কায়েস, ফাহিম, উদয়, সাকিব, আরফাত, অভি, ফয়সাল প্রমূখ।
উদ্বোধনী খেলায় কক্স লায়ন স্পোটিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেছে জুনিয়র তরুণ মুসলিম ক্লাব। দলের পক্ষে একমাত্র জয় সূচক গোলটি করেন আবু বক্কর। খেলা পরিচালনা করেন সরওয়ার হোসেন, শাওন তাহের ও ফরহাদ ফারুক বাবলু।
দশটি দলের অংশ গ্রহণে এ টুর্ণামেন্ট আরম্ভ হয়েছে বলে নিশ্চিত করেছে আয়োজক কমিটি।