সংবাদদাতা :
কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতারপাড়ায় এক স্কুলছাত্রীকে তাঁর বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার খবর রটেছে। সে কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে স্কুলছাত্রীর ভাই লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই স্কুলছাত্রীর দাবি- গত ১৪ এপ্রিল সন্ধ্যায় গ্রামের দুষ্ট প্রকৃতির ছেলে রেজাউল করিম ও জহির উদ্দিন কালুর নেতৃত্বে একদল যুবক তাঁদের বাড়িতে দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়েন। পরে অহেতুক অকথ্যভাষায় গালাগাল আরম্ভ করেন। সবশেষে স্কুলছাত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি ত্যাগ করেন।
স্কুলছাত্রীর ভাই জানান- ওই ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করতে চান। প্রশাসনের লোকজনের আন্তরিক সুদৃষ্টি কামনা করছেন তারা।
এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন- স্কুলছাত্রীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কি কারণে এ ঘটনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।