প্রেস বিজ্ঞপ্তিঃ
বর্তমানে চলমান কভিড-১৯ প্রতিরোধী যুদ্ধে ঢাকাস্থ কক্সবাজারবাসীদের যে কোন বিশেষ প্রয়োজনে কাছে থাকার ব্যাপারে ঢাকাস্থ কক্সবাজার সমিতি অঙ্গীকারবদ্ধ।
অনাহূত বর্তমান এই পরিস্থিতিতে আপনার যে কোন সমস্যা বা প্রয়োজন আমাদেরকে জানালে আমরা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব।
ঢাকাস্থ কক্সবাজারবাসীদের মধ্যে কেউ কর্মহীন, উপার্জনহীন, অসুস্থতা বা অন্য যেকোন প্রয়োজনে আমাদেরকে অবগত করলে আমরা পাশে দাঁড়ানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছি।
নিম্নোক্ত যে কোন ব্যক্তিবর্গের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে:
০১ মুহাম্মদ ইলিয়াছ, দপ্তর সম্পাদক- ০১৯৫৭১৯৯১৪৫
০২ সাজেদুল আলম মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক-০১৬১৬২৭৩৪৫৫
০৩ মোহিব্বুল মোক্তাদীর তানিম, প্রচার-প্রকাশনা সম্পাদক-০১৭৩০৭০৩৯৩১
০৪ আ ম ম ফজলুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক- ০১৬১০০০২৬৯৯
০৫ সুজন শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক- ০১৮১৯২১৭৩৫৩
০৬ নুরুল আলম, সহ সভাপতি- ০১৮১৯২৫০১৯৩
০৭ মোহাম্মদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক- ০১৭০৯৬৫০১২০
স্বাস্থ্য সংশ্লিষ্ট তথ্যের জন্য যোগাযোগ করুন:
অধ্যাপক ডাঃ ইব্রাহীম খলিল (০১৯১১ ৩৮৬০৮৩), ডাঃ শরফুদ্দিন মাহমুদ (০১৮১৭-৫৪৪১৩৩)
অথবা ইমেইল: [email protected]
নিবেদক
হেলালুদ্দীন আহমদ
সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ ও
সভাপতি, কক্সবাজার সমিতি, ঢাকা।
মোহাম্মদ খোরশেদ আলম
নির্বাহী পরিচালক, মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ ও
সাধারণ সম্পাদক, কক্সবাজার সমিতি, ঢাকা।