আন্তর্জাতিক ডেস্কঃ
সিঙ্গাপুরে একদিনেই ৫৭০ জন প্রবাসী বাংলাদেশির দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭।
সারা বাংলাদেশে করোনাভাইরাসের যত রোগী রয়েছে, তার চেয়ে বেশি বাংলাদেশি এখন আক্রান্ত সিঙ্গাপুরে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৪ জন।
শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৯২৪ জন রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে বাংলাদেশিই সর্বাধিক।
সিঙ্গাপুরে প্রায় ৬ হাজার আক্রান্তের মধ্যে অধিকাংশই প্রবাসী শ্রমিক। বিভিন্ন ডরমিটরিতে একসঙ্গে থাকা এই শ্রমিকদের মধ্যে দ্রুতই ভাইরাস সংক্রমিত হচ্ছে বলে রোগীর সংখ্যা বাড়ছে।
কেবল এস-১১ ডমরিটরিতেই শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৫ জন।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট কোভিড-১৯ রোগী ৫ হাজার ৯৯২ জনের মধ্যে নতুন একজনসহ মোট ১১ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৮ জন।
সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ গুণ বেড়েছে।
সূত্রঃ বিডিনিউজ