প্রজ্ঞানন্দ ভিক্ষুর টাইমলাইন থেকেঃ
করোনাভাইরাস প্রতিরোধে শুরুর দিকে ‘টেস্ট টেস্ট টেস্ট’ স্লোগানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। কিন্তু বিষয়টির ক্ষে্ত্রে গবেষকরা যতখানি গুরুত্ব অনুধাবন করেছেন আদতে আমরা সাধারণ মানুষরা ততখানি গুরুত্ব বুঝতে পারিনি। কিন্তু এখন সত্য এটাই যে, যত বেশি নমুনা পরীক্ষা করা হবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ততবেশি সনাক্ত হবে।
দেশে আজ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮২৫ জনের। নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ২৪৫৬ জনের।
যদি পর্যায়ক্রমে নমুনা পরীক্ষা করা না হত কিংবা নমুনা পরীক্ষা কার্যক্রম চলমান না থাকত তাহলে এত সংখ্যক আকান্ত রোগী সনাক্ত হতনা।
অপরদিকে নমুনা পরীক্ষার এই ধারাবাহিকতা বজায় থাকলে আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। তাই
লকডাউনের পাশাপাশি
নমুনা পরীক্ষা করতে হবে
আরো বেশি বেশি।