অনলাইন ডেস্কঃ
দেশে নতুন করোনাভাইরাসের মহামারীর মধ্যে এবার দৈনিক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সাংবাদিকের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
এই পরিস্থিতিতে প্রথম আলো প্রকাশের ‘প্রায় শতভাগ কাজ’ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে এবং সংবাদকর্মী ও অন্যান্য বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পত্রিকাটি।
প্রথম আলোর হেড অফ রিপোর্টেং শরিফুজ্জামান পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো তার এবং তার পরিবারের পাশে রয়েছে।”
প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদেনে বলা হয়েছে, তাদের সেই জ্যেষ্ঠ সাংবাদিক বেশ কিছুদিন ধরে নিজের বাসায় সঙ্গনিরোধে (আইসোলেশন) ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পত্রিকাটি লিখেছে, “মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।”
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সোমবার পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১০১ জনের।
এর আগেও বেশ কয়েকজন সংবাদকর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দীপ্ত টিভি কর্তৃপক্ষ তাদের সংবাদ প্রচার দুই সপ্তাহ স্থগিত করেছে।
সূত্রঃ প্রথম আলো