নীতিশ বড়ুয়া, রামু :
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা ৫০ শয্যার আইসোলেশন ইউনিটে প্রথম করোনা রোগী ভর্তি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস ধরাপড়া আবুল কালাম নামের এক মাছ ব্যবসায়িকে রাত ৮ টার দিকে একটি এ্যাম্বুলেন্সে করে রামু আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
করোনা ভাইরাসে পজেটিভ হওয়া মাছ ব্যবসায়ি আবুল কালাম কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মৃত এজাহার আহমদের পুত্র। নারায়ণগঞ্জ থেকে মাছের ব্যবসা করে আবুল কালাম গত ২০ এপ্রিল কক্সবাজার আসেন।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া আমাদের রামু ডটকম কে জানান, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজারে শনাক্ত হওয়া শহরের টেকপাড়ার করোনা রোগীকে রিসিভ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। রাত ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আহসান এ্যাম্বুলেন্স যোগে ওই করোনা রোগীকে নিয়ে রামু আইসোলেসন সেন্টারে পৌঁছেন। তিনি জানান, আগে থেকেই করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ৫০ শয্যার আইসোলেশন ইউনিটের মেডিকেল টিম ওই রোগীর চিকিৎসা শুরু করেছেন। কক্সবাজার পৌরসভার টেকপাড়ার করোনা রোগীই হবে রামু হাসপাতালের আইসোলেশন ইউনিটের প্রথম রোগী।