ক্রীড়া ডেস্কঃ
করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত সারাবিশ্বের সমস্ত খেলাধুলা। এক বছর পিছিয়ে দেয়া হয়েছে অলিম্পিক গেমস, ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও দোদুল্যমনতায় রয়েছে আইসিসি। আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
এবার করোনাভাইরাসের জেরে এক বছর পিছিয়ে দেয়া হলো নারী উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২১ সালের জুলাইতে, ইংল্যান্ডে। কিন্তু করোনার কারণে একবছর পিছিয়ে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ২০২২ সালের জুলাইতে, ইংল্যান্ডেই।
ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা আজ এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। মূলতঃ পুরুষদের ইউরো চ্যাম্পিয়নশিপ একবছর পিছিয়ে দেয়ার কারণে ২০২১ সালে হওয়া সত্ত্বেও নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপও পিছিয়ে দেয়া হলো এক বছর।
নারী ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২০২২ সালের ৬ জুলাই। শেষ হবে, তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। সৌভাগ্য যে, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বরে, কাতারে।
উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘পুরুষদের টুর্নামেন্টের পাশাপাশি নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হলে, দুই টুর্নামেন্টেরই সমস্যা হবে। এ কারণেই নারীদের টুর্নামেন্টনা এক বছর পিছিয়ে দেয়া হলো।’
উয়েফা প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা খুব যত্নের সঙ্গে সবগুলো অপশনই যাচাই করে দেখেছি। নারী ফুটবলের উত্তরোত্তর সমৃদ্ধির ফলে আমরাও চিন্তা করেছি, এই টুর্নামেন্ট নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা পরিকল্পনা করতে। নারীদের টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে দেয়ার অর্থ হলো ওই গ্রিষ্মে সেটাই হবে প্রধান টুর্নামেন্ট। কারণ, টুর্নামেন্টটি অনেক বেশি পাদপ্রদীপের আলোয় আসা প্রত্যাশা করে।’
সূত্রঃ জাগোনিউজ