অনলাইন ডেস্কঃ
কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে বন্ধ পুরান ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরের ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার আইইডিসিআর থেকে ওই মন্দিরের ৩১ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে বলে গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু মিয়া জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে যখন নতুন এই ভাইরাসের রোগী পাওয়া গেছে তখন থেকেই ওই মন্দিরে বাইরে থেকে যাতায়াত বন্ধ করা হয়েছে। কেউ বাইরে থেকে ঢুকত না। এত সতর্ক থাকার পরও কেন যে এতজন আক্রান্ত হল বুঝতেছি না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই মন্দিরে বাইরের কোনো লোক নেই। পুরোহিত, ভক্ত ও কর্মচারী মিলে শতাধিক মানুষ মন্দিরে থাকেন।
“যেহেতু আগের থেকেই ওই মন্দিরে কেউ প্রবেশ করত না, এখনও করে না। লকডাউন আগের থেকেই ছিল।”
গেন্ডারিয়া থানা এলাকায় এখন পর্যন্ত ৫৫ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন তিনজন।
শনিবার সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৮ জন। এ রোগে মৃত্যু হয়েছে ১৪০ জনের।
সূত্রঃ বিডিনিউজ