প্রেস বিজ্ঞপ্তিঃ
দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক আজাদী’র সাবেক কক্সবাজার প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিনের মমতাময়ী মা উম্মে সালমা আর নেই। তিনি ৭৭ বছর বয়সে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)।
তিনি কক্সবাজার শহরের বি কে পাল সড়কস্থ শের আলী মিয়া লেইনের মরহুম শের আলী মিয়ার সহধর্মিনী।
মঙ্গলবার রাতেই তার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য সায়েদ জালাল উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেনসহ কার্যনির্বাহী সকল কর্মকর্তাগণ।
এক বিবৃতিতে সাংবাদিক নেতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতা সাংবাদিক নেতারা হলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ-সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক আনছার হোসেন, যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদার, কোষাধ্যক্ষ সৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক সারওয়ার সাঈদ, প্রচার সম্পাদক বেদারুল আলম, নির্বাহী সদস্য হাসানুর রশীদ ও এমআর মাহবুব এবং সংগঠনটির আবাসন প্রকল্পের আহবায়ক মোহাম্মদ হাশিম ও সাংবাদিক ইউনিয়ন কল্যাণ ফান্ডের আহবায়ক ইকরাম চৌধুরী টিপু।
প্রসঙ্গত, সায়েদ জালাল উদ্দিন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ জীবন যাপন করছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দীর্ঘদিন ধরে সদস্য হিসেবে রয়েছেন।