হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার এক মৎস্যচাষির ৩০ হাজারের বেশি বিভিন্ন প্রজাতির মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। মাছ গুলোর মধ্যে ছিল তেলাপোয়া, কার্ফু, রুই, চিংড়ী প্রভৃতী।
বৃহস্পতিবার সকালে খামারের মালিক মোহাম্মদ মুহিবুল্লাহ মাছের এমন মৃত্যু দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তিনি অভিযোগ করেন, ‘শত্রুতা করে দুর্বৃত্তরা আমাকে সর্বস্বান্ত করেছে।’
মুহিবুল্লাহ’র খামারটি গর্জনিয়া ইউনিয়নের কালিবুনিয়া গ্রামে। তিন বছর আগে চার বিঘা জমিতে ‘কাউকাব ডেইরি এন্ড ফিশারি’ নামে খামারটির যাত্রা আরম্ভ হয়। গত বছর ওই খামার থেকে মুহিবুল্লাহ ১২ লাখ টাকার মাছ বিক্রি করেছিলো।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, উৎসুক লোকজন মৃত মাছগুলো দেখছেন আর আফসোস করে বলছেন—‘এ কেমন শত্রুতা’। এ ঘটনায় ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে বলছেন খামারমালিক।