অনলাইন ডেস্কঃ
দেশে কারো শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এখন থেকে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিবর্তে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সংগ্রহ করবে। রোববার থেকে এ নমুনা সংগ্রহ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতোদিন আইইডিসিআর এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে আসছিল। খবর বিবিসি বাংলার
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানিয়েছেন, আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।
রোববার পর্যন্ত দেশে ৯ হাজার ৪৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এতে মৃত্যু হয়েছে ১৭৭ জনের।
সূত্রঃ সমকাল