আব্দুল হামিদ, বাইশারী:
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শাহ সুজা রোড সংলগ্ন মরিচ্যাচর নতুন বাজার সড়কের মাঝখানে প্রায় ৩০ ফুট জায়গা কেটে ফেলে জমি বানানোর চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম আমাদের রামু ডটকমকে জানান, মাত্র সপ্তাহ খানেক আগে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে রাস্তাটি সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু ৩০ জুলাই শনিবার দিনে দুপুরে এক প্রভাবশালী লোকের নেতৃত্বে ১০/১২ জন লোক প্রকাশ্যে সড়কটির মাঝখানে কেটে ফেলে জমির সাথে মিশে ফেলায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।
তিনি বিষয়টি সাথে সাথে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলমকে জানালে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আসার খবর টের পেয়ে উক্ত প্রভাবশালী ব্যক্তি পালিয়ে যায় বলে তিনি জানান।
সরজমিনে পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ ইউনুছ, ফরিদুল আলম, মহিউদ্দিন, মোঃ আলম সহ অনেকে এই প্রতিবেদকের নিকট দুঃখের সাথে বলেন, সড়কটি দিয়ে দৈনিক হাজারের অধিক পরিমাণ লোকজন চলাচল করে এবং সড়কের উভয় পার্শ্বে কয়েকটি গ্রামের চারশত পরিবারের বসবাস।
স্থানীয়রা আরো জানান, দৈনিক কয়েক শতের অধিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা উক্ত সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। প্রকাশ্যে রাস্তাটি কেটে সাবাড় করে ফেলায় জনসাধারণের দুঃখের শেষ নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, উক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলে কথা বলতে ভয় পায়। কারণ হিসেবে জানতে চাইলে তারা বলেন, বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়ার ভয় রয়েছে।
এলাকার শত শত জনসাধারণ সুস্থ তদন্ত পূর্বক দীর্ঘদিনের চলাচলকারী সরকারীর রাস্তা কেটে জমি বানানোর চেষ্টা চালানো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান।