অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের রামু উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা ব্যাংডেবা। দূর্গম ও বিচ্ছিন্ন এই পাহাড়ি এলাকায় প্রায় ৮২ পরিবারের বসবাস। ঈদগড়-বাইশারী সড়ক থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত ব্যাংডেবায় পৌঁছতে হাঁটতে হয় প্রায় ৪৫ মিনিট। এ দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের জন্য ভ্রাম্যমান চিকিৎসা ও ত্রাণ সহায়তা পৌছে দিয়েছে জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
সোমবার (১১ মে) সেই দূর্গম এলাকায় বসবাস করা মানুষের জন্য পায়ে হেঁটেই ত্রাণ সামগ্রী নিয়ে যান কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন, অতিরিক্ত (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টু প্রমুখ।
এসময় সরকারের ত্রাণ সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ভ্রাম্যমান হাসপাতালের মাধ্যমে ওইসব দুর্গম পাহাড়ি এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।