প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বৃহস্পতিবার (১৪ মে) এক শোকবার্তায় বলেন, সর্বজন শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে দেশ ও জাতির অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানে রেখেছেন। দেশ ও জাতির জন্য তাঁর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সাইমুম সরওয়ার কমল এমপি মরহুম শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১৪ মে (বৃহস্পতিবার) বিকেল পৌনে ৫টার দিকে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।