আমাদের রামু রিপোর্টঃ
করোনা পরিস্থিতিতে রামুবাসীকে অনুরোধ জানিয়ে ফেসবুকে স্টাটাস দিয়েছেন রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।
শনিবার (১৬ মে) রাতে নিজের ফেসবুকে দেয়া এ স্টাটাসে উপজেলার ১১ ইউনিয়নে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের তালিকাসহ সচেতনতামূলক অনেক তথ্যও দিয়েছেন। যা করোনা পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্টাটাসটি জনস্বার্থে হুবহু দেয়া হলো-
রামু উপজেলা বাসীর কাছে বিনীত অনুরোধ জ্বর,শর্দি, কাশি, গলা ব্যাথা এসব উপসর্গ দেখা দিলে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন অথবা প্রত্যেক ইউনিয়নে সহকারী স্বাস্থ্য পরিদর্শক রয়েছে তাদের অবহিত করুন অথবা জনপ্রতিনিধিদের অবহিত করুন ।
উপসর্গ গোপন করা মানে আপনি নিজেকে, আপনার পরিবারকে, আপনার প্রতিবেশী তথা রামু উপজেলাকে বিপদে ফেলা।
মনে রাখতে হবে যতদ্রুত পরীক্ষা করে নিশ্চিত হবেন ততই আপনার, আপনার পরিবারের জন্য মঙ্গল।
★ নমুনা সংগ্রহ ও তথ্য প্রদানের জন্য যোগাযোগ করুন
(১) ফতেখাঁরকুল ইউনিয়ন
দুলাল বড়ুয়া (সহকারী স্বাস্থ্য পরিদর্শক) ০১৮২৪৪০২৪৪৭
(২) জোয়ারিয়ানালা ইউনিয়ন
অরিন্দ্র বড়ুয়া(সহকারী স্বাস্থ্য পরিদর্শক) ০১৮১৪৯৫৪৮২৪
(৩) চাকমারকুল ইউনিয়ন
মোঃ আলম (স্বাস্থ্য পরিদর্শক)
০১৯৩৫১৪৩৬৭৬
(৪) রাজারকুল ইউনিয়ন
দর্পন বড়ুয়া (সহকারী স্বাস্থ্য পরিদর্শক) ০১৭৪০৮০৬২০৪
(৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন
পঙ্কজ শর্মা (সহকারী স্বাস্থ্য পরিদর্শক) ০১৮১৫১৪৫৬২২
(৬) ঈদগড়র ইউনিয়ন
স্বপন ভট্টাচার্য (সহকারী স্বাস্থ্য পরিদর্শক) ০১৭১৬৬৮৮০১৯
(৭) কাউয়ারখোপ ইউনিয়ন
বিপ্লব বড়ুয়া(স্বাস্থ্য পরিদর্শক)
০১৭২৭৪১০৬৮৪
(৮) খুনিয়াপালং ইউনিয়ন
গোলাম আকবর (সহকারী স্বাস্থ্য পরিদর্শক) ০১৮২২৫৩৭৪২২
৯) রশিদ নগর
শফিউল আজম (সহকারী স্বাস্থ্য পরিদর্শক) ০১৮৪০০০৪৪৫৯
(১০) গর্জনীয়া এবং (১১) কচ্ছপিয়া ইউনিয়ন
বাবুল শর্মা (সহকারী স্বাস্থ্য পরিদর্শক)
০১৮১৮৮৮০৯২৩