অনলাইন ডেস্কঃ
চলতি বছরের জুনে শুরু হতে যাচ্ছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি ২০২০। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ শুমারির তথ্য সংগ্রহের কাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ করবেন।
এই তথ্য অনলাইন এপিএসসি সফটওয়্যারে এন্ট্রি করতে সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২০ এর তথ্য সংগ্রহের নিমিত্তে ফরম ও অনলাইন সফটওয়্যার প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ইতোমধ্যে আপলােড করা হয়েছে। বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০২০ এর তথ্য সংগ্রহে সফটওয়্যারে ৩০ জুনের মধ্যে ডাটা এন্ট্রি করতে হবে। নির্দেশনায় ডাটা এন্ট্রি করার প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।’
২০০৫ সাল থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর এই শুমারি চালানো হয়। এতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট নানান তথ্য উঠে আসে।
সূত্রঃ জাগোনিউজ