ক্রীড়া ডেস্কঃ
ওয়ানডে ক্রিকেটে এই সময়ে সেরা ব্যাটসম্যান কে? সবাই এক বাক্যে বলবেন বিরাট কোহলির নাম। কোহলি তো শুধু এই সময়ে নয়, তাকে ভারতেরই সর্বকালের সেরাদের অন্যতম মনে করা হচ্ছে। এমনকি যেভাবে এগিয়ে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক, তাতে পূর্বসূরী শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে অনেক দূর চলে যাবেন, পরিসংখ্যান বলছে তেমনটাই।
২০১৩ সালে অবসরে যাওয়া শচিন ভারতের হয়ে ৪৬৩টি ওয়ানডে খেলেছেন। ৪৪.৮৩ গড়ে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। সেঞ্চুরি ৪৯টি। অন্যদিকে ২৪৮ ওয়ানডে খেলেই ১১ হাজার ৮৬৭ রান করে ফেলেছেন কোহলি। সেঞ্চুরি হয়ে গেছে ৪৩টা।
বড় কোনো চোটে না পড়লে সেঞ্চুরির হিসেবে কোহলি খুব দ্রুতই শচিনকে টপকে যাবেন নিঃসন্দেহে। পরিসংখ্যান যেভাবে এগোচ্ছে, তাতে পেছনে ফেলবেন রানেও।
তারপরও শচিনকে কোহলির থেকে ভালো ব্যাটসম্যান মনে করেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। কি কারণে তিনি সেটা মনে করেন সেই ব্যাখ্যাও দিয়েছেন পরিষ্কারভাবে।
স্টার স্পোর্টসে এক ক্রিকেট শো’তে গম্ভীর বলেন, ‘যদি আপনি দীর্ঘ ক্যারিয়ার আর ওয়ানডে ক্রিকেটের ফরমেট বদলের দিকে তাকান, তবে আমি সম্ভবত শচিন টেন্ডুলকারের কথাই বলব। শচিন কিভাবে খেলেছে দেখুন না। নিয়ম ছিল আলাদা, ওই সময় ২৩০ থেকে ২৪০ রানই করলেই জেতা যেতো।’
কোহলিও অবিশ্বাস্য ভালো ব্যাটসম্যান, মানছেন গম্ভীর। কিন্তু সময় আর নিয়মের তুলনা করলে শচিনকেই ভালো ব্যাটসম্যান মনে হয় তার।
সাবেক এই ওপেনার বলেন, ‘এটা বেছে নেয়া আসলে কঠিন। কারণ বিরাট কোহলিও অবিশ্বাস্যভাবে ভালো করছে। তবে আমার মনে হয়, নিয়ম বদলেছে অনেক, যা কি না নতুন অনেক ব্যাটসম্যানকে সুবিধা দিচ্ছে। নতুন প্রজন্মের ব্যাটসম্যানরা দুটি নতুন বলে খেলতে পারছে, কোনো রিভার্স সুইং নেই, নেই ফিঙ্গার স্পিন। পাঁচজন ফিল্ডার ভেতরে থাকে, এসব কিছু ব্যাটিং অনেক সহজ করে দিয়েছে।’
সূত্রঃ জাগোনিউজ