নিজস্ব প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী ও সুগন্ধা পয়েন্টের ঝিনুক মার্কেটের অসহায় ও কর্মহীন প্রায় ২০০ জন মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে কক্সবাজারে কর্মরত ২৪তম বিসিএস ক্যাডার ফোরামের উদ্যেগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, করোনাকালে কর্মহীন হয়ে অনেকে এখন মানবেতর জীবন যাবন করছে। এ অবস্থায় যার যার সাধ্যমত সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
তিনি বলেন,করোনাকালীন অসহায় ও কর্মহীন মানুষদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে কক্সবাজারে কর্মরত ২৪তম বিসিএস ক্যাডারের সদস্যদের মধ্যে বন্ধন আরো দৃঢ় হলো। সেইসাথে যে কোন মানবিক বিপর্যয়সহ ২৪তম বিসিএস এর সদস্যবৃন্দ দেশসেবায় সদা প্রস্তুত।
এ সময় অন্যান্যদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি ( উপসচিব ) মো.ওবায়দুল্লাহ, কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মো.ফখরুল করিম, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিক উছ সালেহীন, কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মুজিবুল হক, মোহাম্মদ উল্লাহ, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।