নীতিশ বড়ুয়াঃ
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় এক হাজার কর্মহীন শ্রমজীবি রোজাদারদের মাঝে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র ইফতার বিতরন করা হয়েছে। কক্সবাজার-৩ (সদর- রামু) আসনের সাংসদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল’র পক্ষে এ ইফতার বিতরণ করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রামু ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজ, শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আলী ছোটন, আজিজ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামুর সভাপতি একরামুল হাছান ইয়াছিন প্রমুখ নেতৃবৃন্দ।
শনিবার (২৩ মে) বাদে আছর হতে কক্সবাজার শহরের বাস টার্মিনাল, বিজিবি ক্যাম্প, আলীর জাহাল, রুমালিয়ারছরা, হাসেমিয়া মাদ্রাসা, তারাবনিয়ারছরা, বার্মিচ মার্কেট, বাজার ঘাটা, লালদিঘীর পাড়, হলিডে মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা, টমটম, সিএনজি চালকসহ বিভিন্ন পথচারি হতদরিদ্র মানুষের মাঝে এ ইফতার বিতরন করা হয়।
কক্সবাজার শহরে ভাড়ায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন রমিজ উদ্দিন। সে জানায়, করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন ধরে আয় রোজগার কম। একবেলা খেলে আরেক বেলার চিন্তা। এ অবস্থায় এমপি কমল আমাদের জন্য ইফতার পাঠিয়েছেন। রিক্সা চালক রমিজ উদ্দিন আরো বলেন আমরা যারা শ্রমজীবি মানুষ আমাদের খবর রাখেন এমপি কমল। যেখানে দেখে সেখানেই সালাম দিয়ে বুকে জড়িয়ে নেয় এবং সহযোগীতা করেন। তিনি এমপি কমলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কামাল আহমদ নামের এক টমটম চালক জানান, সাইমুম সরওয়ার কমল এমপি সবসময় আমাদের মতো গরীব মানুষের খবরা-খবর রাখেন। আজ তিনি আমাদেরকে ইফতার দিয়েছেন। এর আগেও শহরের এক যুবনেতার মাধ্যমে আমাদেরকে খাদ্য সামগ্রী দিয়েছেন।
কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ যখন কর্মহীন হয়ে গৃহবন্দী অবস্থায় পড়ে তখন থেকেই কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ’ শহরের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে আসছেন।