স্টাফ রিপোর্টার :
নাইক্ষ্যংছড়ি জোন ও ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক লে.কর্ণেল আনোয়ারুল আযীম বলেছেন-আমাদেরকে দেশ প্রেমিক সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে এ কথা। কারণ উচ্চশিক্ষিত হয়ে অনেকেই ধ্বংসের পথ বেচে নিচ্ছে। যারা উচ্চশিক্ষিত হয়ে খারাপ পথে যাচ্ছে তারা জাতীর জন্য কলঙ্ক। তাই সুশিক্ষিত লোকই দেশ, জাতি ও সমাজের প্রকৃত বন্ধু। রোববার ৩১ জুলাই নাইক্ষ্যংছড়ি বিজিবি জোন সদরে নব নির্বাচিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, যে দেশের যুব সমাজ যত বেশি সুশিক্ষিত, সে দেশ তত বেশি ইউনাইটেড এবং উন্নতি ত্বরান্বিত হয়। কিন্তু বর্তমানে আমাদের সমাজে ইয়াবা পাচারে জড়িয়ে অনেক যুব সমাজের বিবেক ধ্বংস করা হচ্ছে। আবার ইয়াবা সেবন করে শিক্ষিত অনেক যুব সমাজ দেশকে কলুষিত করছে। এ জন্য জনগণকে উদ্ধুব্ধ করতে হবে। বাংলাদেশের অধিকাংশ বনাঞ্চল পার্বত্য অঞ্চলে। কিন্তু সবুজ শ্যামল বণাঞ্চল গুলো এক শ্রেণির মানুষ কেটে সাবাড় করছে।
এর আগে বিজিবি অধিনায়ক ব্যাটালিয়ন সদরের মসজিদের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন। পরে তিনি সৈনিক ম্যাচ নিকটবর্তী এলাকায় আমের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন। এসময় বিজিবির ৩১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহিন আক্তার জি প্লাসসহ বিজিবি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লে.কর্ণেল আনোয়ারুল আজিম আরো বলেন- লেখাপড়া করে অনেকে উচ্চশিক্ষিত হয়। কিন্তু আমাদের অসর্তকতার কারণে বর্তমান সমাজে শিক্ষিত যুবকের নামে কিছু যুবক ভুল পথে পা বাড়াচ্ছে। একজন সুশিক্ষিত বিবেকবান মানুষ চাইলে দেশের জন্য কিছু করতে পারে। জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিজিবি অধিনায়কের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আজীবন সদস্য ও উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো: শফি উল্লাহ, প্রেসক্লাব উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, তসলিম ইকবাল চৌধুরী, নব নির্বাচিত প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো.আবুল বাশার নয়ন, যায়যায়দিন প্রতিনিধি আবদুল হামিদ, দৈনিক সকালের কক্সজার প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক বাঁকখালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক সংবাদ প্রতিনিধি ও দৈনিক আজকের কক্সবাজার স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম চৌধুরী, দৈনিক সৈকত প্রতিনিধি জয়নাল আবেদীন টুক্কু, সাপ্তাহিক পার্বত্য বাণী প্রকাশক সানজিদা আক্তার রুনা, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহামুদুল হক বাহাদুর, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো: শাহিন, দৈনিক সমুদ্রবার্তা প্রতিনিধি এম আবু শাহমা, দৈনিক রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ, দৈনিক বাকঁখালী বাইশারী প্রতিনিধি আবদুর রশিদ, দৈনিক প্রিয় চট্টগ্রাম প্রতিনিধি মুফিজুর রহমান, দৈনিক কক্সবাজার ৭১ প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ প্রমূখ। এছাড়াও উপজেলা আয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার, উপজেলা জঙ্গি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৎস্য সপ্তাহ ও বৃক্ষ রোপন অভিযানে এ পর্যন্ত বুচিদং থেকে পোয়ামুহুরীসহ ১৩টি বিওপিতে ইতিমধ্যেই ২৫ শ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে এবং ৩১ বিজিবির সদস্যরা ২০১৫ সাল থেকে বিভিন্ন অভিযানের মাধ্যমে সর্বমোট ৪৯ লাখ ১৩ হাজার ৯৬১ টাকা মূল্যের অবৈধ কাঠ জব্দ করতে সক্ষম হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।