এম.এ আজিজ রাসেল:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহেদ হোসেন এনডিসি বলেছেন, স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকার পরিকল্পিত উন্নয়ন করে যাচ্ছে। বিশেষ করে বাল্য বিবাহ রোধ ও মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে মাঠ পর্যায়ে দক্ষ কর্মীরা কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা মানুষের সাংবিধানিক অধিকার। তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর’র সিসিএসডিপির আয়োজনে ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক যুগ্ন-সচিব মোঃ নুরুল আলম, এসসিএইচ সার্ভিসেসের পরিচালক ডাঃ মোহাম্মদ শরীফ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ মঈনুদ্দিন আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য মহাপরিচালক মোঃ ওয়াহেদ হোসেন আরো বলেন, মাতৃ মৃত্যু কমাতে বাল্য বিয়ে রোধ করা জরুরি। কারণ এর হার বৃদ্ধির প্রধান কারণ বাল্য বিবাহ। তাই বাল্য বিয়ে রোধে স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার ও সচেতন হতে হবে। জড়তা ফেলে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করা জরুরি। সরকার পরিবার পরিকল্পনা কখনো চাপিয়ে দেয়নি। সচেতন হওয়ার পর স্বেচ্ছায় সবাই পরিবার পরিকল্পনা গ্রহণ করছে। তিনি প্রত্যন্ত অঞ্চলে মায়েদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুর রহিম, সিভিল সার্জন ডাঃ পুঁচনু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম, পেকুয়া উপজেলা চেয়ারম্যান সাফায়েত করিম রাজু ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আমির হোসেন। এসময় পদস্থ সরকারী কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধিসহ ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।