মো. টিপু সুলতান:
আমাদের দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি তথা এমপিওভুক্ত। তাঁদের বেতন প্রতি মাসের ৭ তারিখে পাওয়ার কথা। কিন্তু বিগত কয়েক মাস ধরে লক্ষ করা যাচ্ছে যে, বেতন বিলম্ব করে দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে বলা যায়, গত এপ্রিল মাসের শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা সরকারি অংশের টাকার চেক ছাড় দেওয়া হয় ৯ মে এবং তাতে বলা হয় ১৬ মে তারিখের মধ্যে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন তুলতে পারবেন। কিন্তু অধিকাংশ সোনালী ব্যাংক শাখা কর্তৃপক্ষ সরকারি এ নির্দেশ অমান্য করে সরকারের বেঁধে দেওয়া সময়সীমার চার-পাঁচ দিন পর বেতনভাতা পরিশোধ করেন। অর্থাত্ ২০ তারিখের আগে বেতন তোলা সম্ভব হয় না।
প্রতিমাসেই এমনটি হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন খুবই কম; তারপরও যদি সময়মতো পাওয়া না যায় তাহলে তারা কীভাবে দুর্মূল্যের বাজারে জীবন যাপন করবেন? পরিশেষে, শিক্ষক-কর্মচারীরা প্রতিমাসের ৭ তারিখের মধ্যে যাতে বেতন পেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।