শিক্ষা ডেস্কঃ
রামুতে এসএসসি পরীক্ষায় ৪ জন জিপিএ-৫ সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে একে আজাদ উচ্চ বিদ্যালয়। সদ্য ঘোষিত ফলাফলে এ বিদ্যালয়ের ৬২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৬০ জন পাস করেছে। পাসের হার ৯৬.৭৭%। এরমধ্যে ৪ জন ছাত্র এ প্লাস পেয়েছে।
এ প্লাস প্রাপ্তরা হলো-সাব্বির আহমদ ও রহিমা খাতুনের ছেলে আনছারুল হক, মৃত জাফর আলম ও হাসিনা বেগমের ছেলে হেলাল উদ্দিন, মোহাম্মদ ইসলাম ও গোল চেহের বেগমের ছেলে জুবাইদুল ইসলাম নোমান এবং মৃত নুরুল কবির ও আমিন খাতুনের ছেলে আবদুল্লাহ আল মামুন।
একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।