শহিদুল ইসলাম, উখিয়া:
১৭ বিজিবির আওতাধীন তুমব্রু বিওপির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মিয়ানমারের তৈরি বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামালের মূল্য ২ লক্ষ ২৩ হাজার ১ শত টাকা বলে বিজিবি জানিয়েছেন।
এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। তুমব্রু বিওপির কমান্ডার হাবিলদার মোঃ মুকিদুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান রোববার রাতে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যের রয়েছে বার্মিজ থ্রী রাইফেল কাপড় কুইনলী ক্রীম, সেন্ডেল। উক্ত মালামাল গুলো উখিয়াস্থ বালুখালী কাসটম্স শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।