সংবাদদাতা :
কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল একতা সংঘের উদ্যোগে মিনি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ নেতা রাজারকুলের সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী বলেন, আমাদের রামুর ছেলেরাই ফুটবলে জাতীয় পর্যায়ে নৈপূণ্য প্রদর্শন করছে। সমাজের অন্যতম ব্যাধি মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে স্ব স্ব এলাকায় উঠতি বয়সের ছেলেদেরকে খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে।
স্থানীয় ফরিদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, আওয়ামীলীগ নেতা হাকিম আলী, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, ইউপি সদস্য রুমা আকতার, ফকির মোহাম্মদ, জসিম উদ্দিন, লিয়াকত আলী, আলী আহাম্মদ, নুর আহাম্মদ, হারুনুর রশিদ, আজিজুল হক আজিজ, মিজানুল হক রাজা, বদি আলম, ওসমান গণি, আরিফুল ইসলাম প্রমূখ।
উদ্বোধনী দিনে এলাকার শত শত ক্রীড়াপ্রেমি মানুষ খেলা উপভোগ করেন।