হাফিজুল ইসলাম চৌধুরী :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং মহোদয়ের সুস্থ্যতা কামনায় আজ দুপুরে নাইক্ষ্যংছড়িতে খতমে কোরআন ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী খতমে কোরআন ও মিলাদের আয়োজন করেন।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন। রোববার সকালে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন- মন্ত্রী মহোদয় করোনায় আক্রান্ত হয়েছেন এমন খবরে সবার মাঝে বিষাদের ছায়া নেমে এসেছে। নাইক্ষ্যংছড়িতে মসজিদের পাশাপাশি বৌদ্ধবিহার ও ক্যাং ঘরে তাঁর রোগমুক্তি কামনা করা হয়েছে।