খালেদ শহীদ:
করোনাভাইরাসে আক্রান্ত বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সুনীল বড়ুয়া’র পরিবারের সাত সদস্য ও তাদের সংস্পর্শে আসা একজনসহ আরও আটজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রামুতে হোম আইসোলেশনে বর্তমানে সুস্থ রয়েছেন সুনীল ও তাঁর ভাই অভি বড়ুয়া।
শনিবার (১৩ দুপুরে) দুপুরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম সাংবাদিক সুনীল বড়ুয়া’র পরিবারের সাত সদস্য সহ আটজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েন, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।
পরিবারের সদস্যদের মধ্যে সাংবাদিক সুনীল বড়ুয়া মা , বোন, স্ত্রী, ১২ ও ৬ বছর বয়সী দুই সন্তান এবং তার ভাইয়ের স্ত্রী ও তার ১০ বছরের মেয়ে রয়েছেন।
গত ৪ ও ৫ জুন সাংবাদিক সুনীল বড়ুয়া ও তার ছোটভাই অভি বড়ুয়া জ্বরে আক্রান্ত হন। এরপর গত সোমবার (৮ জুন) তাদের নমুনা পরীক্ষার জন্য কক্সসবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে ১০ জুন তাদের করোনাভাইরাস পজেটিভ হিসাবে রিপোর্ট আসে। বর্তমানে তারা দুজনই নিজ বাড়িতে আলাদা কক্ষে থেকে চিকিৎসাসেবা গ্রহন করছেন।
তবে সাংবাদিক সুনীল বড়ুয়া জানান, বর্তমানে তারা দুজনই সুস্থ আছেন। তাঁর একটু কাশি আছে, তাও ধীরে ধীরে কমে আসছে। দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া।
তিনি কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, ডা. ওয়ালিউর রহমানসহ সহকর্মী সাংবাদিক ও তাঁর বন্ধুবান্ধব যারা নিয়মিত খোঁজ খবর রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাংবাদিক সুনীল বড়ুয়া বর্তমানে মাছরাঙা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি, বাংলানিউজটোয়েন্টিফোরডটকম-এর স্টাফ করেসপন্ডেন্ট এবং আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল বেনারনিউজের স্ট্রিংগার হিসাবে কর্মরত আছেন।
এ ছাড়াও তিনি বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক, সংবাদ পাঠক ও নাট্যশিল্পী এবং কক্সবাজার বেতার রেডিও এনাউন্সারস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। পর পর দুইবার রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন তিনি এবং বর্তমানে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এবং কক্সবাজার প্রেসক্লাবের সদস্য।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া আমাদের রামু ডটকম কে জানান, শনিবার দুপুরে সাংবাদিক সুনীল বড়ুয়ার পরিবারের সাত সদস্য ও তাদের সংস্পর্শে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজকেই নমুনা পরীক্ষার জন্যে কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তিনি জানান, নিয়মিত সাংবাদিক সুনীল বড়ুয়া ও তার ভাইয়ের শারীরিক খোঁজখবর নিচ্ছি। তারা সুস্থ আছেন।