হাফিজুল ইসলাম চৌধুরী :
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী।
শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে তসলিম ইকবাল চৌধুরীও একজন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মো. ছলিম বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তসলিম ইকবাল চৌধুরীর সহধর্মীনি জানান- কিছুদিন ধরে তিনি জ্বরে ভূগছিলেন। গত ১৫ জুন কক্সবাজার পিসিআর ল্যাবে তসলিম ইকবাল চৌধুরীর নমুনা পাঠানো হয়। ১৯ জুন প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য: করোনা সংকটের শুরু থেকেই নাইক্ষ্যংছড়ির আলোচিত তসলিম ইকবাল চৌধুরী নিজস্ব উদ্যোগে ত্রাণ তৎপরতা পরিচালনা করেন। গোটা রমজান মুসল্লিদের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করেন তসলিম। নিজের জীবনকে উপেক্ষা করে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করা তসলিমই আজ করোনায় আক্রান্ত হলেন।