নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, কলেজটির রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক জয়নাল আবেদীন (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত ৩টা ১৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নেন।
তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। করোনা টেস্টে তার রিপোর্ট ছিল নেগেটিভ।
বিষয়টি নিশ্চিত করেছেন অসুস্থ সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক কক্সবাজার প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিন। তিনি অধ্যাপক জয়নাল আবেদীনের ছোট ভাই।
অধ্যাপক জয়নাল আবেদীন কক্সবাজার সদর উপজেলাধীন ভারুয়াখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার বাসিন্দা মরহুম শের আলী মিয়ার বড় ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।
তিনি ২ ছেলে ও ১ মেয়ের বাবা।
সায়েদ জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন প্রফেসর জয়নাল আবেদীন। তাকে মঙ্গলবার চট্টগ্রামে নেয়া হয়েছিল।
পরিবারে ৪ ভাই, ৫ বোনের মধ্যে সবার বড় জয়নাল আবেদীন। মাত্র ৫০ দিন তাদের মা মারা গেছেন।