হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজারের নতুন ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় গর্জনিয়া বাজার চত্তরে কচ্ছপিয়া-গর্জনিয়া ইউনিয়নের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে নেতৃত্বদেন এম সেলিম। তিনি কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।
মানববন্ধনে দাবি করা হয়- সম্প্রতি কোটি টাকায় গর্জনিয়া বাজার ইজারা নেওয়া আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে এখন পলাতক। আব্দুর রহমান যদি গর্জনিয়া বাজার পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে- তাহলে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়ন ইয়াবার স্বর্গ রাজ্যে পরিণত হবে।
এ ব্যাপারে কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক এম সেলিম জেলা প্রশাসক ও সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ প্রসঙ্গে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন- আব্দুর রহমানের বিরুদ্ধে মাদক কারবারের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।