ক্রীড়া ডেস্কঃ
২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ইচ্ছাকৃতভাবে হেরেছিল শ্রীলঙ্কা! সাবেক লঙ্কান ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আতুলগামাগের এমন বিস্ফোরক অভিযোগে তোলপাড় ক্রিকেট দুনিয়া। সেই ফাইনালে খেলা শ্রীলঙ্কার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (তখনকার অধিনায়ক) এবং মাহেলা জয়াবর্ধনে সরাসরি অস্বীকার করেছেন। দাবি করেছেন, সাবেক ক্রীড়ামন্ত্রী তার দাবির পেছনে প্রমাণ হাজির করুক।
তবে এবার ভিন্ন একটি কারণে সাবেক ক্রীড়ামন্ত্রীর এই অভিযোগকে চ্যালেঞ্জ জানালেন শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি এবং যার ব্যাটে ভর করে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা, সেই অরবিন্দ ডি সিলভা। ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারের জন্য হলেও ঘটনার সত্যতা যাচাই করতে আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছেন তিনি।
ব্যাট-প্যাড তুলে রাখার পর ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন ডি সিলভা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এ কারণেই সাবেক ক্রীড়ামন্ত্রীর আনা অভিযোগ একেবারেই মেনে নিতে পারছেন না তিনি।
শ্রীলঙ্কান দৈনিক সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডি সিলভা বলেন, ‘এভাবে একটা মিথ্যাকে মানুষ মেনে নেবে, সেটা হয় না। সবারই সত্যিটা জানা দরকার। আমি আইসিসি, বিসিসিআই ও এসএলসিকে দ্রুত বিষয়টি তদন্তের অনুরোধ জানাচ্ছি।’
একই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা আমাদের বিশ্বকাপ জয়ের আনন্দ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। শচিনও (টেন্ডুুলকার) যাতে তেমনটাই করতে পারেন সেটাই চাইব। কারণ অনেক বছরের সাধনার পর বিশ্বজয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তাই ভারতীয় ক্রিকেটভক্ত এবং শচিনের স্বার্থে হলেও বিষয়টি খতিয়ে দেখা উচিত। ভারত সরকার এবং তাদের ক্রিকেট বোর্ড খতিয়ে দেখুক ফিক্সিং করে ভারত বিশ্বকাপ জিতেছিল কি না।’
নিজের দেশের সাবেক ক্রীড়ামন্ত্রীর এমন মারাত্মক অভিযোগের জন্য দুঃখও প্রকাশ করেন ডি সিলভা। তার মতে, এভাবে ক্রিকেটকে কাঠগড়ায় তুললে তা সমর্থকদের উপর খারাপ প্রভাব ফেলে। শুধু সমর্থকই নয়, নির্বাচক, খেলোয়াড়, ম্যানেজমেন্ট- সবার মনেই ধাক্কা লাগে। তাই সবেক এই তারকা চান, ক্রিকেটের স্বার্থেই সত্যিটা সামনে আসুক। গোটা বিশ্ব জানুক, যোগ্য দল হিসেবেই ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত!
উল্লেখ্য, সাবেক ক্রীড়ামন্ত্রী আলুথগামাগে অভিযোগ করে বলেন, ‘আজ আমি আপনাদের একটি সত্য জানাবো। ২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। ওই সময় আমিই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলাম।’ ফিক্সিংয়ের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছেন শ্রীলঙ্কার বর্তমান ক্রীড়ামন্ত্রী। যদিও আইসিসি এবং বিসিসিআই এখনও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
সূত্রঃ জাগোনিউজ