ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকে ক্রিকেটারদের সশরীরে ত্রাণ কাজে অংশ না নেয় পরামর্শ দেওয়া হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী মনে করেন, তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হবার পর এখন এই নির্দেশিকা প্রণয়ন অনিবার্য হয়ে পড়েছে।
বাংলাদেশ দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। শনিবার বর্তমান দলের দুই ক্রিকেটার মাশরাফি মর্তুজা ও বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু করোনা শনাক্ত হন।
দেবাশিষ চৌধুরী তাই সাংবাদিকদের বলেন, খেলোয়াড়দের প্রতি অনুরোধ তারা যেন ঘরেই থাকেন। নিতান্ত প্রয়োজন ছাড়া যেন বের না হন। মাশরাফির বিষয়টি ভিন্ন। তিনি শুধু খেলোয়াড় নন একজন সংসদ সদস্যও। তাই নিজের এলাকার কাজে অংশ নিতে হয়। কিন্তু অন্যদের সশরীরে গিয়ে ত্রান না বিতরণের জন্য বলছি। খবর-বাসস
তার মতে, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহরা বিভিন্নভাবে মানুষের সহায়তা করছেন। সশরীরে না গিয়ে ভিন্ন মাধ্যমে তারা তারা এটা করছেন। মানুষকে সহায়তা করা মানবিক কাজ। স্বাভাবিক ভাবেই ক্রিকেটাররা তা করবেন। তবে এ বিষয়ে বিসিবির নির্দেশিকা ছিল না। কিন্তু এখন এটি করতে হবে।
সূত্রঃ সমকাল