খালেদ শহীদ, রামুঃ
রামুতে শুকনো মরিচের সাথে পাচারের সময় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় রিয়াজ উদ্দিন নামে একজনকে আটক করে, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ জুন) সন্ধ্যা ৬.১০টায় জেলা ডিবি পুলিশের একটা দল কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার ষ্টশনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, কলঘর বাজার জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর দিয়ে, মরিচের ব্যাগের ভিতর করে পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করে, কক্সবাজার ডিবি পুলিশ।
কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান, কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক এস এম মিজানুর রহমান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
ডিবি পুলিশের হাতে আটক রিয়াজ উদ্দিন (৩১) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বারইয়া পাড়ার অলি আহমদ ও মরিয়ম খাতুনের ছেলে।