অনলাইন ডেস্কঃ
শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক তারেক মো. আরিফুল ইসলামকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারেক মো. আরিফুল ইসলাম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে বাংলাদেশের কলকাতা মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রিয়াজ হামিদুল্লাহ। তারেক মো. আরিফুল ইসলাম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
সূত্রঃ জাগোনিউজ