ক্রীড়া ডেস্কঃ
লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কমপক্ষে ২০ গোলের পাশাপাশি ২০ অ্যাসিস্টের কীর্তি গড়েছেন লিওনেল মেসি।
রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে শনিবার বার্সেলোনা অধিনায়কের পাস থেকে ম্যাচের ১৫তম মিনিটে একমাত্র গোলটি করেন আর্তুরো ভিদাল। চলতি লিগ মৌসুমে এটি ছিল মেসির ২০তম অ্যাসিস্ট।
পাশাপাশি চলতি আসরে সর্বোচ্চ ২২ গোলও মেসির। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একবিংশ শতাব্দীতে এমন কীর্তি গড়তে পেরেছেন কেবল আর একজন, সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি। মেসির এক সময়ের এই সতীর্থ আর্সেনালের হয়ে ২০০২-০৩ মৌসুমে ২৪ গোলের পাশাপাশি করেছিলেন ২০ অ্যাসিস্ট। অঁরির চেয়ে অবশ্য ছয় ম্যাচ কম লেগেছে আর্জেন্টাইন তারকার।
লা লিগায় বার্সেলোনার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডেও উঠে এসেছে আর্জেন্টাইন তারকার নাম। ২০০৮-০৯ আসরে সতীর্থদের দিয়ে সমান সংখ্যক গোল করিয়ে রেকর্ডটি গড়েছিলেন চাভি এরনান্দেস।
মাঠে মেসি দারুণ সময় কাটালেও তার দল নেই ভালো অবস্থায়। লিগ শিরোপার ধরে রাখার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্র্রিদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে গত দুইবারের চ্যাস্পিয়নরা।
সূত্রঃ বিডিনিউজ