অনলাইন ডেস্কঃ
সব ঠিক থাকলে চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। করোনার কারণে এখন যে বৈশ্বিক পরিস্থিতি, টেস্ট সিরিজের আগে ১৪ দিন সেখানে কোয়ারান্টাইনে থাকতে হবে বিরাট কোহলিদের। এটা নিয়েই আপত্তি জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি সরাসরি জানিয়ে দিলেন, ১৪ দিন ধরে হোটেলে বসে থাকা অত্যন্ত চাপ এবং হতাশা তৈরি করবে ক্রিকেটারদের মধ্যে। এ সময়টা কমিয়ে আনতে হবে।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী; কিন্তু ১৪ দিনের কোয়ারান্টাইনের সময়টা কমাতে হবে। আমরা চাই না, বিদেশের মাটিতে গিয়ে ক্রিকেটাররা টানা ১৪ দিন হোটেলের ঘরে বসে থাকুক। এটা খুবই চাপের এবং হতাশার। আমরা এটা কমিয়ে কিভাবে ক্রিকেটারদের চাপমুক্ত করা যায়, সে ব্যাপারে আলোচনা করছি।’
সে সঙ্গে অস্ট্রেলিয়া যাও, জিতে ফেরো, বিরাট কোহলিকে এমনই বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, ‘আমি কোহলিকে বলেছি, তোমার কাছে সবারই বিরাট প্রত্যাশা। তুমি যখন মাঠে নামো, আমি টিভিতে দেখি, মনে হয় না যে তুমি শুধু ভালো খেলবে। মনে হয়, তুমি জিতবে। যেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও করবে। তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছো।’
একই সঙ্গে সৌরভ বলেন, ‘আমি বিরাটের সঙ্গে প্রায়ই কথা বলি। ওকে বলেছি, ফিট থাকার জন্য। অনেক দিন ক্রিকেট হচ্ছে না। বাড়িতে ট্রেনিং আর মাঠে নেমে খেলা কিন্তু আলাদা। তাই কোনো সিরিজের আগে টানা একটা শিবির দরকার। বলেছি, তোমার সেরা বোলারদের অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি থাকতে বলো।’
২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত। তবে এবারের লড়াই যে আরও কঠিন হবে, মনে করিয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এই অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী। তবে আমাদের দলও এবার আরও ভালো। ব্যাটে বড় রান দরকার। সেটা আমরা করতেও পেরেছি।’
এশিয়া কাপ হবে না। বিশ্বকাপ টি-টোয়েন্টিও বাতিলের পথে। এই অবস্থায় অগস্ট-সেপ্টেম্বরে ক্রিকেটারদের একসঙ্গে নিয়ে দিন ১৫ শিবিরের ভাবনা আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
সূত্রঃ জাগোনিউজ