প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট, শুক্রবার চকরিয়া নিজপানখালী বিনামারা গ্রামস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক বাবু প্রিয়দা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।
কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক পটল বড়ুয়ার সজ্ছালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপক বড়ুয়া বিটু এবং অর্থ সম্পাদক রাজু বড়ূয়া।
সভায় চকরিয়া উপজেলা শাখার কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আলোচনা সভা পরবর্তী কেন্দ্রীয় পরিষদের সভাপতি পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইসাথে তিনি নতুন কমিটি গঠনকল্পে ছয় সদস্য বিশিষ্ট একটি আহবায়ক পরিষদ ঘোষণা করেন।
কমিটির ছয় সদস্য বৃন্দ হলেন- আহবায়ক বাবু বিপক বড়ুয়া বিটু। সদস্য- বাবু পটল বড়ুয়া, বাবু রাজু বড়ুয়া, শিক্ষক বাবু অংকে চিং রাখাইন, আলংরী রাখাইন ও ওয়াং চিং রাখাইন।
উল্লেখ্য, গত ২০১৮ সালের ২৩ মার্চ কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলা শাখা গঠিত হয়। দুই বছর মেয়াদের উক্ত কমিটির মেয়াদ শেষ হয় চলতি বছরের মার্চ মাসে।