হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াংগেরকাটা গ্রামের দরিদ্র কৃষক মো.কালুর (৪২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জনায়- সোমবার সকালে নিজ বাড়ি থেকে মো.কালু বাইশারী ইউনিয়নের থ্রি স্টার রাবার বাগানের পাশের একটি বাগানে কাজ করতে যান। কাজ করার এক পর্যায়ে সে অসুস্থতা অনুভব করে। পরে সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। তার এই মৃত্যু নিয়ে রহস্য তৈরী হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জব্বার জানান, মো. কালু অত্যন্ত দরিদ্র কৃষক ছিলেন। তার কোন শত্রুও ছিল না। তবে সে মৃগী রোগে আক্রান্ত ছিল। এই রোগের কারণে মৃত্যু? নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফরহাদ আলী বলেন- মো. কালুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।