সোয়েব সাঈদঃ
সোমবার (১৬ নভেম্বর) রামু আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নব নির্বাচিত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রামু চাকমারকুল আল-জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসার ইছ্লাহী মাহফিল ও অভিভাবক সম্মেলনে যোগ দিতে তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি রামুতে আসছেন।
কক্সবাজার জেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের মহাসচিব, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নব নির্বাচিত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা মোহছেন শরীফ আরো জানিয়েছেন-দুপুর ২ টায় পশ্চিম চাকমারকুল প্রাথমিক বিদ্যালয় মাঠে চাকমারকুল আল-জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ইছ্লাহী মাহফিল। পশ্চিম চাকমারকুল ইসলামী সম্মেলন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ইছ্লাহী মাহফিল ও অভিভাবক সম্মেলন আয়োজিত হচ্ছে।
জানা গেছে, ইছ্লাহী মাহফিল ও অভিভাবক সম্মেলনে আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়া মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী, আল্লামা মূফতি আরশাদ রহমানী, আল্লামা জুনাইদ আল হাবীব সহ বরেণ্য আলেম-ওলামাবৃন্দ উপস্থিত থাকবেন।
ইছ্লাহী মাহফিল এবং অভিভাবক সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন, চাকমারকুল আল-জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।