সংবাদ বিজ্ঞপ্তিঃ
মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধ শেষ হলেও জনগণের মুক্তির সংগ্রাম এখনও শেষ হয়নি। নতুন প্রজন্মকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। গত রবিবার মুক্তিযুদ্ধ মঞ্চ কক্সবাজার জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মুক্তিযুদ্ধ মঞ্চ কক্সবাজার জেলা শাখার সভাপতি আশফাক আহমদ ইভানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ সামিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শাকিল, কক্সবাজার মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্য আকাশ ভট্টাচার্য্য, হেলাল মাহমুদ, বাপ্পী, হৃদয় ও রিদুয়ান।
সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ মঞ্চ কক্সবাজার জেলা শাখার সভাপতি আশফাক আহমদ ইভান বলেন, মুক্তিযুদ্ধ কখনো শেষ হয় না। এটা চলমান। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জাগ্রত করতে হবে। নয় তো স্বাধীনতা অর্থবহ হবে না।
এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে জেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।