প্রেস বিজ্ঞপ্তি:
সালাম/নমষ্কার নিবেন। কক্সবাজার জেলায় রামু উপজেলার জ্ঞান-বিজ্ঞান চর্চার অন্যতম শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান জ্ঞানান্বেষণ পাঠাগার। আপনি জেনে খুশি হবেন যে, আমরা সময়ের ধারাবাহিকতায় ১ম ও ২য় সংখ্যার সফল প্রকাশনার পর পাঠাগার’র মুখপত্র “যুক্তি” একুশে সংকলন ৩য় সংখ্যা প্রকাশ করতে যাচ্ছি। আপনার যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন আমাদের ঠিকানায়, প্রকাশযোগ্য হলে তা প্রকাশ হবে যুক্তি ৩য় সংখ্যায়। আমাদের বিশ্বাস আপনার লেখা “যুক্তি”কে আরো শাণিত করবে জ্ঞানপিপাসু মানুষের জ্ঞান আহরণে।
লেখা পাঠানোর ঠিকানাঃ
সফটকপিঃ
[email protected]
অথবা,
হার্ডকপিঃ
জ্ঞানান্বেষণ পাঠাগার
পূর্ব রাজারকুল, রামু-৪৭৩০, কক্সবাজার, বাংলাদেশ।
মোবাইলঃ +880 1873-188138
বিঃদ্রঃ লেখা পাঠানোর শেষদিনঃ ১৬ই ডিসেম্বর ২০২০ ইং।
বিস্তারিত জানতে ক্লিক করুনঃ www.gyananneshon-pathagar.org
নিবেদক,
পিয়াল বড়ুয়া
সম্পাদক
“যুক্তি”